নিউমার্কেট এলাকার ফুটপাত থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

পুনর্দখল রোধে নগরের নিউমার্কেটসহ আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় বিভিন্ন মালামালও। অভিযানে অংশ নেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, শাহরীন ফেরদৌসী, চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ফলমণ্ডি থেকে স্টেশন রোডের উভয়পাশ, নিউ মার্কেট মোড় ও নিউ মার্কেট হতে জুবিলি রোডের মুখ পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা (টং দোকান) উচ্ছেদ করা হয় অভিযানে। এ সময় প্রায় শতাধিক অবৈধ স্থাপনার মালামাল জব্দসহ স্থাপনার সরঞ্জামাদি ভেঙে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. প্রণব বড়ুয়ার পরলোকগমন
পরবর্তী নিবন্ধভুতুড়ে বিলের প্রতিবাদে রাঙামাটি বিদ্যুৎ অফিস ঘেরাও