একটা দেশ তখন সুন্দর হয় যখন আমাদের পরিবার, সমাজ সুন্দর হয়। আমাদের পরিবারগুলোতে যখন দেখি ছেলে ধর্ষক, মা তাকে বাঁচানোর জন্য নোংরাভাবে বলে মেয়েটা বেশ্যা। কুলাঙ্গার সন্তানরা মায়ের ছত্রছায়ায় জন্ম দেয় আরো ধর্ষক। গ্রামে এক লোক ধর্ষণ করলো তার নিজের বোনকে। তার মা তাকে বাঁচালো। গালি দিলো নিজের মেয়েকে। যে দেশে এমন কুৎসিত নারীরা মা হন, সে দেশে ধর্ষণ বাড়বে এটা স্বাভাবিক।
গৃহকর্তা কিশোরী কাজের মেয়েকে ধর্ষণ করলো। গৃহকত্রী স্বামীকে শাস্তি না দিয়ে খুন্তি দিয়ে পুড়িয়ে দিলো কাজের মেয়েটিকে, সে দেশে ধর্ষণ রোধ সম্ভব? যে দেশে যৌতুক না পাওয়ার কথা বলে স্বামীকে উসকে দিয়ে ভাবীকে ভাইয়ের হাতে খুন করিয়ে পৈশাচিক আনন্দ পায় ননদরূপী নারী, সে দেশে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব?
আপনারা হয়ত বলবেন সব দায় মা, বোন, স্ত্রীর উপর চাপালেন কেন, বাবাদের নিয়ে কিছু বললেন না কেন? বাবাদের নিয়ে বললাম না কারণ এদেশের বেশীরভাগ বাবা ধর্ষক। এই বাবারা কুলাঙ্গার সন্তানদের পক্ষে থাকবে সেটা স্বাভাবিক। তারা কি কখনও কুলাঙ্গারদের বিরোধিতা করবে?