নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন এবং সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ মে, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

আগামী অক্টোবরে বাংলাদেশে বসছে নারীদের টিটোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর। গতকাল এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং সুচি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। এরপর রাজধানীর একটি হোটেলে হয়েছে মূল আয়োজন। যেখানে ঘোষণা করা হলো বাংলাদেশ অনুষ্ঠেয় আইসিসি উইমেন’স টিটোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষের নাম এখনো অজানা। কারণ বাছাই পর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে নিগার সুলতানারা খেলবেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আর সে বাছাই পর্ব সম্পন্ন হয়নি এখনো। শুধু এই ম্যাচটি নয়, টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। অন্য গ্রুপের সব ম্যাচ হবে সিলেট আন্তজ্যাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই মাঠেই হবে নারী টিটোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের মোট ২৩টি ম্যাচ। গতকাল বিশ্‌্বকাপের সূচি ঘোষণার আয়োজনে অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি প্রধান নাজমুল হোসেন। অনুষ্ঠানে আইসিসি প্রধান নির্বাহী জেফ অ্যালার্ডাইস, বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ছিলেন এই অনুষ্ঠানে। সিলেটে টিটোয়েন্টি সিরিজের ব্যস্ততার ফাঁকে ঢাকায় এসে এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ট্রফি উন্মোচনের আয়োজনেও ছিলেন তারা সবাই। নারী টিটোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এটি। ১৮ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২০ অক্টোবর। উদ্বোধনী দিন সন্ধ্যা ৭টায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষের নাম জানা যাবে আগামীকাল মঙ্গলবার। সংযুক্ত আরব আমিরাতে চলমান বাছাইপর্বের রানার্সআপ দলের বিপক্ষে প্রথম ম্যাচে নামবেন নিগার সুলতানা, নাহিদা আক্তাররা। একই দিনে বিকেল ৩টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে লড়বে দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে বিগ্রুপে। যেখানে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল। ৯ অক্টোবর বিকেল ৩টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে বাংলাদেশের ম্যাচ। গ্রুপ পর্বে স্বাগতিকদের শেষ ম্যাচ ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘এ’ গ্রুপের পাঁচ দল হচ্ছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল নিয়ে হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। ফাইনালে ওঠার প্রথম ম্যাচ হবে সিলেটে ১৭ অক্টোবর। পর দিন মিরপুরে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ২০ অক্টোবর মিরপুরেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সব মিলিয়ে সিলেটে হবে ১১টি ম্যাচ। ফাইনালসহ মিরপুরে ম্যাচ হবে ১২টি। মূল আসর শুরুর আগে বিকেএসপির দুই মাঠে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব।২৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বারের মত মেয়েদের টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৪ সালে ছেলেদের পাশাপাশি মেয়েদের বিশ্বকাপের আসরও বসেছিল বাংলাদেশে।

পূর্ববর্তী নিবন্ধজয়ের পাশাপাশি শিরোপা লড়াইয়েও ফিরল মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৮.৪৩ কোটি টাকা