নারীদের নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। কিন্তু কিভাবে তা সম্ভব? সে পথ বাতলে দিতে এবার মেয়েদের প্রশিক্ষণ দেবে ইনস্পায়ার চট্টগ্রাম নামে একটি সংগঠন। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মত নারী নির্যাতনের মাত্রা আশঙ্ক্ষাজনক ভাবে বেড়ে গেছে। যে কারণে নারীদের পাশাপাশি শঙ্কিত অভিভাবকেরাও। সচেতন মহলের মতে, নারীদের সম্মান রক্ষায় প্রথম প্রতিরোধটা নিজেদেরই করতে হবে। আর সে প্রচেষ্টা এগিয়ে নিতে নারীদের আপাতত তিন মাসের প্রশিক্ষণ দিতে চায় সংগঠনটি। এতে প্রশিক্ষণ দেবেন সেনাবাহিনীর সাবেক দুই প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী এবং ফাতেমা সুমাইয়া নান্মী।
‘সেল্ফ ডিফেন্স সারভাইবাল আর্ট’ শীর্ষক এই কর্মসূচিতে এমন কিছু শারীরিক কৌশল শেখানো হবে যা দিয়ে নারীরা নিজেদের রক্ষা করতে পারবে। নগরীর দামপাড়াস্থ মহিলা সমিতি স্কুল মাঠে সপ্তাহে দুদিন শুক্রবার এবং শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। বিনিময়ে কোনো ফি নেওয়া হবে না। এতে অংশ নিতে যেকোনো বয়সী নারীদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে ডায়মন্ড হেভেনের আখতারুজ্জামান সেন্টার ও আফমি প্লাজা শোরুম, চকবাজার গুলজার টাওয়ারের আওয়ার ট্রেড, চেরাগি পাহাড় মোড়ে নন্দন বইঘর, অ্যাপোলো শপিং সেন্টারের কিং মেটালিক ও হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন ক্যাফে স্পাইসে নাম নিবন্ধন করা যাবে। এছাড়া বিস্তারিত জানতে এই নম্বরগুলোতে (০১৭৩৩১৫৭৭৪৮, ০১৯১৪ ০০২২৫৬) ফোন করার জন্য বলা হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ।
গতকাল সোমবার নগরীর মোমিন রোডস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা এই কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, আসলে এটি কারাতে নয়। ভিন্ন কিছু কৌশল। যা দিয়ে নারীরা তাদের রক্ষা করতে পারবে। আয়োজকরা এই ধরনের প্রশিক্ষণ স্কুল কলেজেও চালু করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনস্পায়ার চট্টগ্রামের চেয়ারম্যান সাজ্জাত হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, পরিচালক অধ্যাপক রেজাউল করিম, সাইফ সাইফু, জাওয়াদ আলী চৌধুরী, এম শাহাদাৎ নবী খোকা, গোলাম সামদানী জনি, সাদ শাহরিয়ার, সোনিয়া আজাদ, একরামুল উল্লাহ চৌধুরী, কামরুল হাসান চৌধুরী এবং দুই প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী ও উম্মে ফাতেমা সুমাইয়া নান্মী।