নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিমোট কন্ট্রোল চালিত শক্তিশালী একটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষ্ক্রিয় করতে বোমাটির বিস্ফোরণ ঘটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। ওই এলাকার ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ্ আলম জানান, বিকেল চারটার দিকে তাদের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দেয়ালের পাশে একটি ব্যাগে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান তারা। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। খবর বিডিনিউজের।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পরে ডিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ব্যাগের ভেতরে বস্তুটিকে বোমা বলে নিশ্চিত করেন।