নামাজে ইমামের স্ট্রোক, হাসপাতালে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর ধেছুয়াপালং দক্ষিণ কম্বনিয়া জামে মসজিদে ইমামতি করার সময় স্ট্রোকের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ নুরুল ইসলাম নাসের মৃত্যুবরণ করেছেন। গত রোববার রাতে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নামাজের প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে বসার মুহূর্তে হঠাৎ ডান দিকে ঢলে পড়েন তিনি। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত সালাম ফিরিয়ে তার মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান না ফিরলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, তার ব্রেইনস্ট্রোকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান। হাফেজ নুরুল ইসলাম ছিলেন কম্বনিয়া হেফজখানার শিক্ষক ও স্থানীয় জামে মসজিদের ইমাম। তিনি স্থানীয় মৃত কবির আহমদ মিয়াজির ছেলে।

পূর্ববর্তী নিবন্ধআলম হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল