সামায়রা মালিয়াত বিনতে কবীর (৩১,৩০৭) | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ
নানা ভাই এখন তুমি
দূর আকাশের তারা,
তোমায় ছাড়া আমরা সবাই
হলাম স্বজনহারা।
এখনও তুমি আছো মোদের
সারা হৃদয় জুড়ে,
সকল আঁধার কেটে যেত
তোমার স্নেহের তোড়ে।
যেথায় থাকো ভালো থেকো
এই কামনা করি,
নানা ভাই আমার সেরা মানুষ
সবাই স্মরণ করি।