নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলীতে বিজিবি ও মাদক কারবারিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। গত সোমবার রাতে সীমান্তের জলিলের গোদা এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ মার্চ কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজু আমতলী বিওপির একটি টহল দল চোরাকারবারিদের সীমান্ত এলাকায় চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে চোরাকারবারিরা তাদের সাথে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত গভীল জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে তিন কোটি ষাট লাখ টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে চোরাকারবারিদের কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে পারেননি বিজিবি অধিনায়ক। তবে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, এ ঘটনায় গুলিবিদ্ধ পালিয়ে যাওয়া এক রোহিঙ্গা ইয়াবা কারবারি মারা গেছেন।