নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার পৃথক এসব অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
সূত্র জানায়, বাইশারীর মুরুং পাড়ায় ভোরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে বিজিবি। অন্যদিকে দুপুর ১২টার দিকে সোনাইছড়ির নোয়াপাড়ায় বেচাকেনার সময় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন ১১ বিজিবির সুবেদার তাহাজ্জেল হোসেন। এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আজিজ আহমেদ জানান, পাহাড় থেকে সন্ত্রাসীদের অস্ত্র ও মিয়ানমার সীমান্তে ইয়াবাসহ অবৈধ পণ্য আটকে তৎপর রয়েছে বিজিবি।

পূর্ববর্তী নিবন্ধনাজিম উদ্দীন খান স্মৃতি সংসদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৩