নষ্টক্ষত

নাসরিন জাহান মাধুরী | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

একটা নষ্ট ক্ষত জ্বালাচ্ছিলো
পোড়াচ্ছিলো
একটা নষ্ট ক্ষত মারছিলো
প্রাণ লাখে লাখে
লুটতরাজে শ্মশান ভূমি
মাতৃভূমি পরাধীন এই মাতৃভূমি …
লাঞ্ছিত এই মাতৃভূমি, মাতৃভাষা
সেই ক্ষতটা ধূর্ত শকুন
সেই ক্ষতটা হায়েনার হিংস্র থাবা
সেই ক্ষতটার শেষ দেখা চাই …
জ্বলে ওঠে অগ্নি পুরুষ
জ্বলে ওঠে অগ্নিকন্যা
চোখে তাদের অগ্নি ঝরে

বীর বাঙালি অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর

অস্ত্র কোথায়? অস্ত্র কোথায়?
যার যা আছে তাই নিয়ে আজ যুদ্ধে চলো
এ লড়াই বাঁচার লড়াই
এ লড়াইয়ে জিততে হবে..
ঐ দেখ যায় মুক্তি সেনা কঠিন পণে
দেশ মাতাকে মুক্ত করে ফিরবে ওরা!

সেই নষ্ট ক্ষত ধ্বংস হলো …
জয় বাংলা বাংলার জয়
দিকে দিকে চারিদিকে
ফিরে এলো মুক্তি সেনা
বিজয়োল্লাস বিজয়োল্লাস

কত মা পথ চেয়ে রয়
তার খোকা আজ ফেরেনি তো!
বলে গেলো আসবে ফিরে
স্বাধীনতার সূর্য হাতে
স্বাধীনতা এইতো এলো ঝলমলিয়ে
মায়ের খোকা ফেরেনিতো!
সেই মেয়েটিও ফেরেনি আর
ক্যাম্পে সে সয়েছিলো বর্বরদের
আমরা কি আর মনে রাখি তাদের কথা?

জাতির পিতার ভাস্কর্যে দেয় যে বাধা
জানেনা তো লক্ষ মনে
জাতির পিতা আছে যে আজ
থাকবে সেতো যতদিন থাকবে এ ধরা …
সেটিকে মুছবে তারা কোন অস্ত্রে?

পূর্ববর্তী নিবন্ধবিনিময় দিওনা, মনে রেখো
পরবর্তী নিবন্ধপ্রত্যাশার জয়