নন্দীরহাট বাসুদেব যোগাশ্রমে অধ্যক্ষ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে ধর্মসভা দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও বাসুদেব স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। অধ্যক্ষ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সৌমিত্র ভট্টাচার্য্য জয়ের পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ। আশীর্বাদক ছিলেন গিরিজানন্দ পূরী মহারাজ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি প্রবীর কুমার রায়, মো. মহিউদ্দিন বাচ্চু, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর গাজী এম শফিউল আজিম, থানার ওসি মো. রুহুল আমিন সবুজ, প্রণব সাহা বাবলু, লায়ন সাহাব উদ্দিন, মৃণাল কান্তি সূত্রধর। বক্তব্য রাখেন বিপ্লব কুমার চৌধুরী, পীযুষ চৌধুরী অভি, প্রবাল ভট্টাচার্য্য, ওপেন চৈতন্য ব্রহ্মচারী, জুয়েল শীল, শ্যামল কান্তি দে, প্রবীর দাশ তপু, প্রবাল দেব, ডা. মুকুল চন্দ্র দেবনাথ, রুবেল শীল, সুদর্শন দাশ, সুমন চন্দ্র সোম। প্রেস বিজ্ঞপ্তি।












