নতুন দিনের সূর্য হাসে,
নতুন দিনের ডাকে।
ফুটছে গোলাপ পাঁপড়ি মেলে,
সবুজ পাতার ফাঁকে।
পাখির ডাকে জেগে উঠি,
নদীর ডাকে ছুটি।
নতুন দিনের রোদটাও তাই,
হেসেই কুটি কুটি।
নতুন বছর নতুন খুশির,
জোয়ার এলো আজ।
মনের মাঝে রঙিন রঙিন,
প্রজাপতির সাজ।
সোমা মুৎসুদ্দী | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৫৩ পূর্বাহ্ণ