নতুন পরিচয়ে নিকুল

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেতা নিকুল মন্ডল। নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। দেখা দিয়েছেন ‘দেবী’র মতো সিনেমাতেও। এবার তিন হাজির নতুন পরিচয়ে। নাটক নির্মাণ করলেন তিনি। নাম ‘নুরুলের শেষের কবিতা’। এ নাটকটি রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ।
নাটকটিতে এক কবির নিরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে। যেখানে দেখা যায় প্রেমিকা কবিতার জন্য তার কবি হয়ে উঠা। সেই প্রেমিকাকে হারানোর শোক বুক নিয়ে বেড়ান তিনি। নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন ‘উনপঞ্চাশ বাতাস’খ্যাত তারকা ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে লাঙ তারকা নাজিয়া হক অর্ষাকে।
‘নুরুলের শেষের কবিতা’ নাটক প্রসঙ্গে নিকুল মন্ডল বলেন, এই নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। আমি ধন্যবাদ জানাই আমার এ নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। খুব ভালো একটি টিম পেয়েছি বলে কোনো বাজে অভিজ্ঞতা ছাড়াই নাটকটির কাজ শেষ করতে পেরেছি। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে গণপরিবহন শ্রমিকরা মানবেতর দিনযাপন করছে
পরবর্তী নিবন্ধএবারই প্রথম একসঙ্গে তারা