আর মাত্র একটি দিন পর প্রতিটি মানবের জীবনের সাথে সংযোজন হতে যাচ্ছে নতুন দিন, নতুন বছর। সৃষ্টিকর্তার দেয়া নিঃশ্বাস টা ছাড়া সবকিছুর পরিবর্তন হতে যাচ্ছে প্রথম প্রহরে। জীবন ডাইরিতে যুক্ত হোক স্বচ্ছ আলোকিত একটা প্রহর। নতুনত্বের ছোঁয়া লাগুক সবার হৃদয়ে, স্পর্শিত হোক জিয়ন কাঠির মতো ভুলে যাক মারামারি, হানাহানি, ভুলে যাক অসহায় মানুষের নিপীড়ন, সমস্ত অপকর্ম, ভালোর সাথে আলোর সাথে উল্লাসে উদ্ভাসিত হোক সকলের মন, প্রতিটি ক্ষণ। মহান রবের ইচ্ছাতেই ধারাবাহিক ভাবে প্রতি বছরই তো আসে নতুন দিন, নতুন বছর আলোকিত প্রহর। এভাবে চলতে চলতে আমরা কত শত হাজার কোটি নতুন বছর, নতুন দিন কাটিয়েছি রক্ত মাখা চাদরে, মনে হয় পৃথিবীর সমস্ত মাটি আজ রক্তের ঘ্রাণ বেরিয়ে আসছে! রব আমাদের পৃথিবীতে মানুষ মানুষকে ভালবাসার জন্য পাঠিয়েছেন রক্ত ঝরাতে নয় !
আমাদের এই ক্ষণিক বাস একদিন নিঃশেষ হয়ে যাবে কিন্তু নতুন বছর বিরাজমান হবে একের পর এক। নতুনত্বের ছোঁয়ায় পৃথিবীর অফিস আদালত, কম্পিউটারের মেমোরি নয় নতুনত্বের ছোঁয়া লাগুক আমাদের আপন হৃদয়ে আলোয় আলোকিত হোক প্রতিটি প্রহর। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে উঁচু নিচু, সাদা কালো ইতিবাচক বৈষম্য দূর হোক দু হাজার বাইশ এর প্রথম প্রহরে সুখী সমৃদ্ধির পৃথিবী হোক নতুন দিন নতুন বছর।