নজুমিয়াহাট এলাকায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাউজান ও হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

ইরফান আহমদ (২৫) নামে এক কর্মীকে মারধরের ঘটনার জের ধরে হাটহাজারীর নজুমিয়াহাট এলাকায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা চলাকালীন চট্টগ্রামকাপ্তাই সড়কের উভয় দিকে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজটে পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

সূত্র মতে, গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাতে শিকারপুর ইউনিয়নস্থ সওদাগর বাড়িতে বিএনপির একটি গ্রুপ সন্ত্রাস বিরোধী মিছিলের আয়োজন করে। ওই মিছিলে অংশ নেয় ইরফান আহমদও। গতকাল প্রতিপক্ষ গ্রুপ তাকে বাগে পেয়ে পতিত আওয়ামী লীগের দোসর অ্যাখ্যা দিয়ে মারধর করে পুলিশে দেয়ার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তি বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে হাটহাজারী থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাফ জয়ী তিন কন্যাকে নিয়ে রাঙামাটিতে উচ্ছ্বাস, সংবর্ধনা
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজ সংলগ্ন এলাকায় তিন দোকানে আগুন