নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি চূড়ান্ত

লকডাউন উঠে গেলেই ঘোষণা : কেন্দ্রীয় সভাপতি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

সব কিছু চূড়ান্ত হলেও কঠোর লকডাউনের কারণে আটকে আছে বহুল প্রতীক্ষিত নগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি। দীর্ঘ ২০ বছর পর গত ১৯ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হয়ে গেল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সফল ভার্চুয়াল সম্মেলন। অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের পরপরই কমিটি ঘোষণার কথা থাকলেও নগর রাজনীতির নানান সমীকরণ মিলাতে গিয়ে সপ্তাহ পর হয়ে যায়। এরই মধ্যে প্রাণঘাতি করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় সরকার ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করে। শেষ পর্যন্ত কঠোর লকডাউনের কারণে আটকে যায় পদপ্রত্যাশীদের কাছে বহুল কাঙ্ক্ষিত নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি।
এ ব্যাপারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ আজাদীকে বলেন, এখন তো কঠোর লকডাউন। লকডাউন উঠে গেলেই চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। আমরা সভাপতি-সাধারণ সম্পাদক চূড়ান্ত করেছি। সম্মেলন যেমন সফল হয়েছে-তেমন কমিটিও হবে চমৎকার গতিশীল। ত্যাগী-পরীক্ষিত নেতাদের নিয়েই আমরা চট্টগ্রামে কমিটি উপহার দেবো। দলের জন্য যাদের দীর্ঘদিনের ত্যাগ আছে, কমিটিতে তাদের মূল্যায়ন করা হবে। আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি দেয়ার চেষ্টা করছি।
এদিকে সম্মেলনের দিন (১৯ জুন) দ্বিতীয় অধিবেশনে ৪২জন নেতাকর্মী নিজেদের সভাপতি প্রার্থী হিসেবে এবং ৩৩জন নিজেদের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ফরম পূরণ করেছিলেন। এই ৭৫ জন থেকেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ একজনকে সভাপতি এবং একজনকে সাধারণ সম্পাদক করেছেন বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধপ্লাস্টিককে না বলুন : মেয়র