নগর স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজন কারাগারে

পুলিশের ওপর হামলার মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ মার্চ, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানার একটি নাশকতার মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর জাফর নাঈম রাহুল ও নগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন প্রকাশ অভি হোসেন। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেন। এর আগে এ তিনজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে দেয়া হয়। নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ জানুয়ারি নগরীর প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়।
এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ নগর বিএনপির নেতারা।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পুণ্যার্থীদের ভিড়
পরবর্তী নিবন্ধঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত