সীতাকুণ্ডে পুণ্যার্থীদের ভিড়

শিব চতুর্দশী মেলা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২ মার্চ, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলায় গত দুই দিনে লাখো সনাতনী তীর্থযাত্রীর সমাগম হয়েছে। এতে করে সীতাকুণ্ডের মন্দির সড়ক হয়ে চন্দ্রনাথ ধামের পাদদেশ পর্যন্ত ভীড় দেখা গেছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত এসব পূণ্যার্থীরা ব্যাসকুণ্ডে পূণ্যস্নান শেষে তীর্থের বিভিন্ন মঠ-মন্দিরে পূজা করে ফিরে যাচ্ছেন। তবে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে চন্দ্রনাথধামে অন্যান্যবারের মতো এবার তীর্থযাত্রীদের আগমন কম ছিল। যারা এসেছে তাদের বেশিরভাগের মুখে মাস্ক দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। এদিকে চন্দ্রনাথ মন্দিরে উঠতে গিয়ে অন্তত ৪০জন তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।
জানা যায়, গত সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে শিবরাত্রী শুরু হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৭মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত এ তিথি ছিল। তিথির শুরুতে ব্যাসকুণ্ডে স্ন্যান শেষে পূণ্যার্থীরা দল বেঁধে উঠতে থাকেন প্রায় ১২’শ ফুট উপরে পাহাড় চূঁড়ায় অবস্থিত চন্দ্রনাথধাম মন্দিরে। এ সময় ‘হর হর মহাদেব ধ্বনিতে’ মুখরিত হয়ে উঠে পুরো মন্দির এলাকা।
মেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সীতাকুণ্ড কলেজ রোড় এলাকা থেকে চন্দ্রনাথধাম পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে উঠে সনাতনী পূণ্যার্থীর পদচারনায়। বিভিন্ন ধর্মীয় সংগঠন মেলাঙ্গনে সুপ্রেয় পানির ব্যবস্থা করেছে। মেলা কমিটি, সীতাকুণ্ড স্রাইন এস্টেট এবং চন্দ্রনাথধামে চন্দ্রনাথ সেচ্ছাসেবক সমিতির প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবক রয়েছে। এছাড়া মেলাঙ্গনে রয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা। এদিকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং মেলাঙ্গনে সিসি ক্যামেরা থাকলেও পকেটমারের উৎপাতের অভিযোগ পাওয়া গেছে। মেলা উপলক্ষে কলেজ রোড যাতে যানজট মুক্ত থাকে সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস নতুন সড়কে সকল প্রকার যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে।
সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, চন্দ্রনাথে উঠার পথে ঝুঁকিপুর্ণ ব্রীজ ও সিঁড়ি স্বয়ম্ভুনাথ মন্দিরের কিছু উপর পযর্ন্ত সংস্কার করা হয়েছে। তীর্থযাত্রীরা যেন ভালোভাবে পুজা-অর্চনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রায় ৪ শতাধিক পুলিশ সদস্য মেলায় নিয়োজিত আছে।
মেলা কার্যকরী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, বিশাল এ মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তীর্থযাত্রীরা কোনরূপ বিড়ন্বনা ছাড়াই তীর্থদর্শন সম্পন্ন করে ফিরে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদিন বন্ধ থাকবে ৫ ঘণ্টা সিএনজি স্টেশন
পরবর্তী নিবন্ধনগর স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজন কারাগারে