নগর জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন শাহজাহান চৌধুরী

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের নির্বাচিত আমীর হিসেবে ২০২৫২০২৬ কার্যকালের জন্য শপথ গ্রহণ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, সাবেক এমপি শাহজাহান চৌধুরী। দেওয়ানজি পুকুর লেনস্থ কার্যালয়ে নগর জামায়াতের মজলিশে শূরার এক বিশেষ অধিবেশন ও শপথ অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি নগর আমীর হিসেবে শাহজাহান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আল্লাহর প্রিয় বান্দারা দায়িত্বে আসার পর আল্লাহকে ভয় করে এবং তা পালনের জন্য পেরেশান থাকে। সংগঠনের সদস্যদের দায়িত্ব হল তার জন্য দোয়া ও প্রদত্ত দায়িত্ব পালনে সহযোগিতা করা। তিনি আরও বলেন, সংগঠনের সকল রুকন ও দায়িত্বশীলদের সংগঠন সম্প্রসারণে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাবেক নায়েবে আমীর আফসার উদ্দিন চৌধুরী, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, নগর মজলিসে শুরার সদস্য ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. এ কে এম ফজলুল হক, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর, মাওলানা জাকের হোসাইন, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, শাহজাহান চৌধুরী ১৯৯১ সালে মাত্র ৩৫ বছর বয়সে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরবর্তীকালে ২০০১ সালে আবারো এমপি নির্বাচিত হন। তিনি জামায়াত সংসদীয় দলের হুইপ ছিলেন ১৯৯১১৯৯৬ মেয়াদে। ২০০১২০০৬ সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গণমুখী নেতৃত্বে তিনি নজির স্থাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কমার্স কলেজ, সিটি কলেজ ও পটিয়া কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
পরবর্তী নিবন্ধগুম কমিশনে অভিযোগ দিলেন ব্যারিস্টার আরমান