চট্টগ্রাম নগরীর কর্ণেলহাট এলাকায় বসতিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার সময় কর্ণেলহাট আব্দুল লতিফ মার্কেটের পেছনে আগুন লাগার ঘটনা ঘটে। রাত ৪ টা ৫০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতি পরিমান দাড়িয়েছে ২০ লাখ টাকা। তবে উদ্ধার রয়েছে ৮০ লাখ টাকা।