আমাদের সুরমা সুগন্ধ নদীতে জমেছিল নতুন ঊষার
ঢেউ; নিজস্ব বাতিঘরে আরও কিছু খড়খুটো জমার
প্রত্যয়-বীর সাহসে।
এই বণিক বাতাসের বিপরীতে ধীরে বহেছিল
ঊন-স্রোতের রেণু; আলোর দ্রোণাচার্য হয়ে গেল
বেশ কিছু নক্ষত্রের কাছাকাছি
নদী-ঘাটের ঘোলা পানি আরও ফর্সা হয়েছিল
অমন মেধাবী হিরের আঙুলে অথচ হঠাৎ করে
অজানা অভিমানে হয়ে গেলেন দূর-নক্ষত্রের প্রতিবেশি।