রাজা নেই ইন্দ্র নেই রাজেন্দ্রপুর

জিললুর রহমান | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

রাজা নেই ইন্দ্র নেই কিছু ঘর খাড়া রয় কাছে কিংবা দূর
গেরস্থ বাড়িতে নেই চারপাশে তবু বাজে মৃদুমন্দ সুর
কতো লোক আসে আর কতো লোক ফিরে চলে যায়
নানাবেশী কর্মচারী সদা ব্যস্ত ডানে আর বাঁ’য়

পুকুরে জলের চিহ্ন দেখা তো না যায়
তবুও চড়েছে কেউ মাঝিহীন বিষন্ন নৌকায়
এক কোণে লাল শাপলা ফুলের মতন মনে লাগে
এখনও রয়েছে দেখি স্বপ্নের অলিন্দে জেগে

কোনো রাজকন্যা নেই, কোনো রাজপুত্র তার
জীবন বাজিতে রেখে যাবে না সে পুকুরের পাড়
কোথাও মাঠের মাঝে ঝরাপাতা কুড়িয়ে রেখেছে কেউ
আবার কোথাও ঘন কুয়াশার শ্বেতশুভ্র ঢেউ

এখানে মানুষ আসে বিনোদন আনন্দের লোভে
হয়তো কোথাও কোনো বয়োবৃদ্ধ ফেটে পড়ে ক্ষোভে
আমিও অতিথি এই ক্লান্ত শালবনে এসেছি অনেক দূর
বিষণ্নতা ধরে রাখে শালবৃক্ষ আর ভোরের রাজেন্দ্রপুর

পূর্ববর্তী নিবন্ধনক্ষত্র প্রতিবেশি
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক মানবিক সমাজ ও সুফিসাধকদের ভূমিকা