নওফেলের স্ত্রী এমার বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করছে দুদক

| বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পর এবার তার স্ত্রী এমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নওফেলের স্ত্রী এমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে বলে গতকাল বুধবার সাংবাদিকদের জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। খবর বিডিনিউজের। দুদক মহাপরিচালক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নওফেলের স্ত্রী এমা ৮৪ লাখ টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ কারণে দুদক আইন, ২০০৪এর ২৬() ধারা অনুযায়ী তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। তিনি বা তার পক্ষে কেউ তা গ্রহণ করেননি। ফলে ২৩ মার্চ আদেশসহ মূল সম্পদ বিবরণী ‘লটকিয়ে’ (বিজ্ঞপ্তি আকারে) জারি করা হয়।

আক্তার হোসেন বলেন, লটকিয়ে জারির পরও নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও দেননি।

২১ কার্যদিবসের মধ্যে অর্থাৎ ২৯ এপ্রিলের মধ্যে বিবরণী না দেওয়ায় এটি দুদক আইন, ২০০৪এর ২৬ () ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। ফলে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এমার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪এর ২৬() ও ২৭() ধারায় মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বলেন দুদকের মহাপরিচালক।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ কারিগর আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে চীন থেকে এলো ১৫ স্ট্যাডেল ক্যারিয়ার