ধর্ষণ নামক নৈতিক অবক্ষয় ঠেকাতে গেলে প্রথমে যেটা অনুভব করছি পারিবারিকভাবে নৈতিক শিক্ষা। বিভিন্ন টিভি চ্যানেলে ক্রাইম পেট্রোল, হিন্দি সিরিয়ালে বিভিন্ন অশ্লীল দৃশ্য, বাংলা সিনেমার ধর্ষণের অশ্লীল দৃশ্য সেন্সর, ফেইসবুক নিয়ন্ত্রণ জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি গার্মেন্টসে নৈতিকতা শিক্ষা, বিভিন্ন বিনোদন পার্কগুলোকেও নজরদারির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের ভাবা উচিত। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। ধর্ষণ কোথায় হচ্ছে না! ঘরে, বাসে, মাদ্রাসার হোস্টেলে, পার্কে।
আবাসিক হোটেলসহ অনেক জায়গায়। ধর্ষণকারী কারা! শিক্ষিত, অশিক্ষিত পরিচিত, অপরিচিত। আপনার ছেলে মেয়ের নিরাপত্তা নিয়ে আপনাকেই ভাবতে হবে। হোক আত্মীয়, হোক পাড়া প্রতিবেশী। আপনার শিশু সন্তানকে এমন জায়গায় রেখে যাবেন না যেখানে সে কিনা কারো শিকারে পরিণত হয়। সরকার ধর্ষণ প্রতিরোধে নতুন আইন করেছে মৃত্যুদণ্ড। এরপরও ধর্ষণ কি থেমে আছে! অথবা ধর্ষণ থেমে যাবে? না এটা নির্ভর করছে আমার/আপনার ব্যক্তিগত চরিত্রের উপর। সুতরাং এই সচেতনতা জরুরি।