ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রিসভায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে সাতকানিয়ার ধর্ষণ-নিপীড়নবিরোধী জনতা। সাতকানিয়ার কেরাণীহাট মহাসড়কে এ র্যালিতে নেতৃত্ব দেন স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। র্যালি শেষে সমাবেশে ডা. মিনহাজ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় অভিনন্দন জানিয়ে বলেন, দেশ যখনই কোনো সমস্যা, সংকটের মুখোমুখি হয় তখনই প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত দেশের মানুষকে আলোর পথ দেখায়। সমাবেশে সাতকানিয়ার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, সাতকানিয়ার মাটিতে ধর্ষণ ও ধর্ষকের ঠাঁই হবে না। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা যুবলীগ সভাপতি এ কে এম আসাদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সা. সম্পাদক নবাব আলী রকিব, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর সাইফুর রহমান সোহেল, কাউন্সিলর মো. এনামুল কবির, উপজেলা শ্রমিক লীগ সা. সম্পাদক জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ্ চৌধুরী, মো. আয়াজ, ইয়ামিনুর রহমান ইমন, মো. মানিক, খোকা তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।