ধর্ষকদের শাস্তি দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৫:০৬ পূর্বাহ্ণ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্রলীগ কর্মী কর্তৃক গণধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ছাত্রদল। গতকাল সোমবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সাামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি তারা। সভাপতির বক্তব্যে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, দেশে ধর্ষণ, রাহাজানি, লুটতরাজ, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার সাথে সরকারি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থাকার কারণে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে বাধাগ্রস্ত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানের সঞ্চালনায় সমাবেশে মহানগরীর আওতাধীন সকল থানা, কলেজ, ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে মহানগর ছাত্রদলের ব্যানারে নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের নেতৃত্বে ডিসি হিল, এনায়েত বাজার, জুবিলীরোড ঘুরে এসে লাভলেইন সড়কে বিক্ষোভ মিছিল হয়। এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রদল নেতা মো. কায়েস, আজিম আরিফ, মাইনউদ্দিন খান রাজীব, ইমরান হোসেন, শরিফুল ইসলাম জুয়েল, সুব্রত দাস, মোবারক হোসেন, মো. জলিল, সাইমুন, জাসিন, মাসুদ প্রমুখ। সমাবেশে সৌরভ প্রিয় পাল বলেন, ছাাত্রলীগের ইতিহাস ধর্ষণের সেঞ্চুরির ইতিহাস। ১৯৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক ধর্ষণের সেঞ্চুরি করে বুনো উল্লাসে তা উদযাপন করেছিল।

দক্ষিণ জেলা ছাত্রদল : সিলেট ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন ব্রিজ এলাকায় দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মুহাম্মদ শহীদুল আলম শহীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাজাহান হোসেন, শাকেরুল ইসলাম সাকিব, মতিউর রহমান রাসেল, ওয়াহেদ সুমন, মো. ইউনুচ, মো. হোসেন, মো. মুসা, সালাহ উদ্দিন জাহেদ, আব্দুস সবুর, আব্দুল মান্নান রানা, আনিসুর রহমান প্রমুখ।

খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ : আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষনসহ সারা দেশে নারী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে পুলিশের বাধার মধ্যে বিক্ষোভসমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কে দিকে চাইলে গণপূর্ত কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ। বক্তারা অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধনগর জাসাসের বিক্ষোভ ও কুশপুতুল দাহ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে খাল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার