দ. আফ্রিকার বস্তিতে বিষাক্ত গ্যাসে ১৬ মৃত্যু

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্ব দিকে বকসবার্গের একটি অনুমোদনহীন বস্তিতে ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছেন গাউতেং প্রাদেশিক সরকারের প্রধান পানিয়াজা লেসুফি।

রয়টার্স জানিয়েছে, বিষাক্ত গ্যাস লিক হয়ে এই প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে লেসুফি সাংবাদিকদের বলেন, ১৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। এর আগে গ্যাস ছড়ানোয় ২৪ জনের মৃত্যুর খবর বেরিয়েছিল। তবে পুনর্গনায় সেই সংখ্যা কমে আসার কথা বলেছেন লেসুফি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধতামিমের এমন ঘোষণা একেবারেই অপ্রত্যাশিত বিসিবির কাছে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.২২ কোটি টাকা