মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাফা ক্রিকেট ক্লাব। গতকাল মঙ্গলবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লিগের ‘বি’ গ্রুপের খেলায় রাফা ক্রিকেট ক্লাব ২ উইকেটে আবাহনী জুনিয়রকে পরাজিত করে। দুই খেলায় আবাহনী জুনিয়রের এটি প্রথম পরাজয়। আগের খেলায় তারা জয়লাভ করেছিল। রাফা তাদের দুই খেলার দুটিতেই জয় পেল। গতকাল টসে জিতে আবাহনী জুনিয়র প্রথমে ব্যাট করতে নামে। ৩৮.৫ ওভার খেলে ১৪৫ রান সংগ্রহ করে সব উইকেট হারায় তারা। দলের হয়ে রোকন সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া মিজানুর রহমান ২৫ এবং জগলুল বাশার ১১ রান সংগ্রহ করেন। অতিরিক্ত রান হয় ২৬। রাফা ক্রিকেট ক্লাবের হেমায়েত হোসেন ৪টি,আরিফ চৌধুরী এবং হৃদয় হোসেন ২টি করে এবং রাহমুতুল্লাহ সাব্বির ১টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে রাফা ক্রিকেট ক্লাব ৩৬.৪ ওভার ব্যাট করেই জয় তুলে নেয়। ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪৬ রান। বিল্লাহ হোসেন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অপরাজিত ৫৯ রান তুলে। এছাড়া রাহমতুল্লাহ ২৩ এবং মিলন হোসেন ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ২০ রান। আবাহনী জুনিয়রের জিন্নাত আলী ৩৬ রানে ৫ উইকেট নিয়েও দলের পরাজয় রুখতে পারেননি। ২টি উইকেট লাভ করেন মো. শিহাব।