দোহাজারীতে ওয়ার্ড আ. লীগের সম্মেলনে দুই পক্ষের হাতাহাতি

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৩৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাছনদন্ডি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে ব্যানারে নাম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে দেওয়ানহাটস্থ চট্টলা হিমাগার চত্বরে ১ম অধিবেশন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু। উদ্বোধক ছিলেন দোহাজারী আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর। প্রধান বক্তা ছিলেন দোহাজারী আ’লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কলিমুল্লার সভাপতিত্বে ও জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, শাখাওয়াত হোসেন শিবলী, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস মেম্বার, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।
১ম অধিবেশন চলাকালে ব্যানারে নাম দেয়াকে কেন্দ্র করে হঠাৎ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এতে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে। দুই পক্ষের হাতাহাতির কারণে সম্মেলনের ২য় অধিবেশন মূলতবি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটির বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেলস্টেশনে দ্বিতীয় দিনেও ভিড় কম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের দুটি কন্টেনার ডিপোয় ১৫ অনিয়ম