দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ছগীরের মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম আবদুল্লাহ আল ছগীরের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। ১৯৯১ সালের এ দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি তৎকালীন সর্বাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে অতি অল্প সময়ে দৈনিক নয়াবাংলা প্রকাশ করে সফল হন। তাঁর সম্পাদিত পত্রিকা থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য সংবাদ কর্মী সৃষ্টি হয়। তিনি বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের প্রথম আহ্বায়ক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, হাটহাজারী ডা. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমী ও গড়দুয়ারা মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এ উপলক্ষে তাঁর ইছালে সওয়াবের উদ্দেশে গ্রামের বাড়ি সংলগ্ন গড়দুয়ারা মাদ্রাসা এবং শাহ আমানত দরগাস্থ তানজিমুল মোসলেমিন এতিমখানায় খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যসেবা নিয়ে ইউএসএআইডির অনলাইন কর্মশালা
পরবর্তী নিবন্ধপ্রফেসর মঈনুদ্দিন আহমদ খানের ইন্তেকাল