দেশ গঠনে অবদান রাখছে শাপলা কুঁড়ির আসর

পটিয়ায় পুরস্কার বিতরণে বিভাগীয় কমিশনার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ ও বঞ্চনা মুক্ত বাসযোগ্য সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী চক্র সেই স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পাশপাশি স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতির পিতার দেখানো পথে মুক্তিযুদ্বের চেতনায় দেশ গঠনে অবদান রাখছে শাপলা কুঁড়ির আসর। তিনি গত শনিবার পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসর আয়োজিত গ্রামার ফেস্টিভ্যাল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পশ্চিম পটিয়া আসর সভাপতি মো. আয়েছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন পৌর মেয়র মো. আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক,অ্যাড.এম হোসাইন রানা, গ্রামার ফেস্টিভ্যাল পরিচালক মো. নছরুল্লাহ্‌ খান রাশেদ, মনজুরুল আলম, ফরিদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আগুনে পুড়ল ইউপি সদস্যের ২ কানি জমির ঘাস
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ