নৈকট্যে যেয়ে বুঝেছি দূরত্বই ভালো
দূর থেকে সব সুন্দর
নীলাকাশ
জ্বলজ্বলে উষ্ণতর সূর্য।
কাছ থেকে সুন্দর আলিঙ্গন
কাছ থেকে আস্থা খুব সুন্দর
হৃদয়ে হৃদয় জোর কড়া নাড়লে
অনুভব করা যায় ভালোবাসা।
অন্যকে পরিধান করে
পুরাতনকে দূরে ঠেলে
ভালোবাসাও স্থানান্তরিত হয়।
হৃদয় কোনো অপেক্ষাগৃহ নয়
আমার বৈশ্বিকতা থেকে
সরে যাও ছায়া মানব
স্মৃতিগুলো হারিয়ে যেতে দাও।
আঁধারেও ঝরে পড়ে বকুল ঘ্রাণ
নতুন ভোরের নতুন সূর্যোদয়ে
মুক্তির আহ্লাদে চিৎকার করবো
আনন্দধামে- পরিপূর্ণ চিত্তে।