দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

রিতু মনি ও নাহিদা আক্তারের দারুণ বোলিংয়ের পর মুর্শিদার দায়িত্বশীল ব্যাটিং দাক্িষণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে টানা তৃতীয় ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। আর সে সাথে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিক মেয়েরা দুই ম্যাচ হাতে রেখে। এদিকে সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেয়ে আলো ছড়ালেন রাবেয়া খানও। বাংলাদেশের তিন বোলারই নিয়েছেন তিনটি করে উইকেট। আর তাতে দক্ষিণ আফ্রিকার মেয়েরা পারেনি বড় স্কোর গড়তে। এরপর বাকিটা সহজেই সারলেন ব্যাটসম্যানরা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের জয় ৬ উইকেটে। ৯৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৩২ বল হাতে রেখে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে। যদিও ইমার্জিং দল বলা হচ্ছে আসলেই কিন্তু বাংলাদেশ প্রায় জাতীয় দলই খেলাচ্ছে। প্রতিপক্ষকে একশর নিচে আটকে রাখতে আগের ম্যাচের মতো আবারও বোলাররা রেখেছে মুখ্য ভূমিকা। যদিও অভিজ্ঞদের টপকে ম্যাচ সেরা হয়েছেন প্রথমবার খেলতে নামা রাবেয়া।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলকে টানতে পারেননি কেউ। গড়ে তুলতে পারেননি তেমন কোনো জুটি। ২৫ রানের বড় কোন জুটি গড়তে পারেনি সফরকারীরা। সর্বোচ্চ ৩০ রান আসে আন্নেকে বোসের ব্যাট থেকে। বাকিদের কেউই যেতে পারেননি বিশের ঘরে। অ্যান্ড্রি স্টেইন করেন ১৯। চারটি চারের সাহায্যে ১৮ রান করেন রাবেয়ার বলে লতা মন্ডলের হাতে ক্যাচ দেওয়া মিশেলা অ্যান্ড্রুস। ফলে ৩৩.৩ ওভারে ৯২ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ১৫ রানে ৩ উইকেট নেন রাবেয়া। ১০ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন নাহিদা। রিতু মনি ৩ উইকেট নেন ১৬ রানে। ৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারে শারমিন সুলতানাকে হারায় বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে দুই অঙ্কে যেতে ব্যর্থ হলেন এই কিপার-ব্যাটার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানা ও ফারজানা হক ইনিংস বড় করতে পারেনি। তবে দলকে এগিয়ে নেন মুর্শিদা খাতুন। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরার আগে ৭১ বলে ৭টি চারের সাহায্যে ৪৬ রান করেন মুর্শিদা। এরপর দলকে জিতিয়ে তবেই ফিরে আসেন লতা মন্ডল। আগামী রোববার চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পূর্ববর্তী নিবন্ধফারুকের অবস্থার উন্নতি গুজব না ছড়ানোর অনুরোধ পরিবারের
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ফের লবণ উৎপাদন শুরু