পটিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ব্লাড ব্যাংকের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে এতিম ও হাফেজদের সম্মানে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল পৌরসভার পাইকপাড়া গাউছিয়া তাহেরিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার নাঈম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন ডা. এমদাদুর হাসান। উদ্বোধক ছিলেন ব্যাংকার মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক শফিউল আজম, নূর হোসেন, ব্যাংকার রবিউল হোসেন ও জমির উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে মানবতার সেবায় অবদান রাখায় অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংগঠনের ২৫ জন সদস্যকে সম্মাননা স্মারক ও ১০ জন সদস্যকে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। সংগঠনের সভাপতি মিজবাহুল ইসলাম জানান, চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলায় তাদের সদস্যরা গত দুই বছরে প্রায় সাড়ে ৭শ রোগীকে বিনামূল্যে রক্ত দান করেছে।