গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোর মান পড়ে গিয়ে মার্কিন ডলারের সমান হয়ে উঠেছে। সিএনএন এর একটি প্রতিবেদনে জানানো হয়, ইউরোর মান বছরের শুরুর সময় থেকে ১২ শতাংশ কমে এসে মঙ্গলবার এক ডলারের সমান হয়ে ওঠে। ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি আর জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় পুরো ইউরোপজুড়ের মন্দার আশঙ্কার মধ্যে ইউরোর এমন দরপতন হল। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম-ফেডসহ কেন্দ্রীয় ব্যাংকগুলো কয়েক দফায় সুদহার বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি পড়ে আসায় ইউরোর ওপর চাপ বাড়ছে। খবর বিডিনিউজের।
যে কারণে নিরাপদ বিনিয়োগের জন্য মার্কিন ডলারের দিকেই ঝুঁকে পড়ছেন বিনিয়োগকারীরা। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রাশিয়ার পাইপলাইন হয়ে ৪০ শতাংশের মতো গ্যাস সরবরাহ হতো। তবে এখন রাশিয়ার তেল এবং গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে ইইউ। একইভাবে রাশিয়াও ইউরোপের বেশ কিছু দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে এবং জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম পাইপলাইনে গ্যাসের সরবরাহ ৬০ শতাংশ পর্যন্ত নামিয়ে এনেছে। ইউরোপে গ্যাস আমদানির গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটি নিয়মিত রক্ষাণাবেক্ষণ কাজের অংশ হিসবে গত ১০ দিন ধরে বন্ধ রেখেছে রাশিয়া।