দুইশ বছরের বটগাছ রক্ষার দাবি এলাকাবাসীর

মীরসরাই প্রতিনিধি 

মীরসরাইয়ে সড়ক উন্নয়ন | শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

মীরসরাই পৌরসভার কালা মিয়ার দোকান থেকে ছোট কমলদহ পর্যন্ত প্রায় ১৫ মিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হবে শীঘ্রই। এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এই সড়কের মধ্যে মীরসরাই পৌর এলাকার দুইশ বছরের একটি প্রাচীন বটগাছ পড়েছে। এলাকাবাসীর দাবি এই পুরোনো বৃক্ষটি সংরক্ষণ করা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মীরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছিদ্দিকুর রহমান মিয়া বাড়ির সামনের মসজিদ ও কবরস্থানের পার্শ্বে রয়েছে ২০০ বছরের পুরোনো একটি বট গাছ। এলাকার পেশাজীবী নাঈম উদ্দিন বলেন, এই প্রাচীন বটবৃক্ষ দাদা ও পরদাদাগণের সময়ের। আমাদের শৈশবের স্মৃতিসহ শত স্মৃতিগাঁথা রয়েছে এই বৃক্ষকে ঘিরে। ঐতিহ্যমণ্ডিত বৃক্ষটি রক্ষা করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। নিকটস্থ ছদিক মিয়া বাড়ির ডা. আনজানা ডালিয়া বলেন, ২০০ বছরের পুরোনো এই বটগাছের ছোট ছোট ফল পাখপাখালীদের খাবারসহ এই গাছতলায় ক্লান্ত পথিকের বিশ্রামের স্থান দেখে আসছি আমাদের শৈশব থেকেই। এই বৃক্ষটি রক্ষা করার দাবিতে আমিও সহমত প্রকাশ করছি। এই বিষয়ে সড়কের উন্নয়ন কর্তৃপক্ষ মীরসরাই উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, এই বৃৃক্ষটি সংরক্ষণের দাবি উঠেছে। তাই আমরা এই বটবৃক্ষ রেখেই উন্নয়ন কাজ করার চেষ্টা করবো। এই বিষয়ে ঠিকাদার ও প্রকৌশলীগণের সাথে আমরা শীঘ্রই আলোচনা করবো।

পূর্ববর্তী নিবন্ধইউসেপ বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন আজ
পরবর্তী নিবন্ধশ্রমজীবী জনতা অর্থনৈতিক মুক্তির হাতিয়ার : নওফেল