সবচেয়ে দীর্ঘ সময় ধরে কোভিড সংক্রমিত হয়ে থাকার নজির পেয়েছেন বলে মনে করছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। একজন রোগীর দেহে ১৬ মাস বা ৫০৫ দিন ধরে তারা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন। বৃহস্পতিবার বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশ না করা ওই রোগীর অন্যান্য শারীরিক অসুস্থতা ছিল এবং ২০২১ সালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লন্ডনের চিকিৎসকরা বলছেন, সংক্রমণের এমন স্থায়ীত্ব এখনও পর্যন্ত বিরল। বেশিরভাগ মানুষই ভাইরাসের সংক্রমণ থেকে স্বাভাবিকভাবে সেরে উঠেন, তবে এই রোগীর ক্ষেত্রে প্রশ্ন হয়ে উঠেছিল অতিদুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। খবর বিডিনিউজের।
বিশেষজ্ঞরা বলছেন, কোভিড এবং এর ঝুঁকি নিয়ে আমাদের জানা-শোনার পরিধি বাড়াতে এ ধরনের দীর্ঘমেয়াদী সংক্রমণের ওপর গবেষণা হওয়া দরকার।
বিবিসি জানায়, ওই রোগী ২০২০ সালের শুরুতে প্রথম কোভিড-১৯ আক্রান্ত হন। ওইসময় তার সঙ্গে আরও অনেকেরই উপসর্গ ছিল এবং পিসিআর পরীক্ষায় তাদের দেহে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়। পরের ৭২ সপ্তাহ ধরে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা এবং সেবা নিতে তারা অনেক বার হাসপাতালে আসা-যাওয়া করেছেন। পরীক্ষায় প্রত্যেকবারই তাদের প্রায় ৫০ জনের পজিটিভ ফল এসেছে, তার মানে তখনও তাদের কোভিড ছিল। কিংস কলেজ লন্ডন এবং গাইস অ্যান্ড সেইন্ট থমাস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষাগারে বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, এটা বার বার আক্রান্ত হওয়ার ঘটনা নয়; এটা দীর্ঘস্থায়ী সংক্রমণ। প্রতিবেদনে বলা হয়, ভাইরাস নিরোধক ওষুধ দেওয়ার পরও রোগী তার দেহ থেকে সংক্রমণ ঝেড়ে ফেলতে পারেননি। তবে এটা ‘দীর্ঘ কোভিড’ থেকে আলাদা, যেখানে সংক্রমণ থেকে সেরে ওঠার পরও উপসর্গ থেকে যায়।
এই নজিরগুলো পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ’ নামে একটি মেডিকেল কনফারেন্সে উপস্থাপন করবেন লন্ডনের চিকিৎসক ড. লুক ব্ল্যাগডন স্নেল।
বিবিসিকে তিনি বলেন, গলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় প্রতিবারই পজিটিভ এসেছে। ওই রোগীর একবারও নেগেটিভ আসেনি। জিনগত বৈশিষ্ট্যের কারণে আমরা এটা বলতে পারি যে, এটা একবার সংক্রমণের পর একটানা ছিল।