দারিদ্র্য দূরীকরণে যাকাত শীর্ষক সেমিনার

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘দারিদ্র্য দূরীকরণে যাকাত’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, সমাজ হতে দারিদ্র্য নির্মূল করার ক্ষেত্রে আল কোরআন প্রবর্তিত যাকাত একটি ইনস্টিটিউটের ভূমিকা পালন করে। যাকাত এ ইনস্টিটিউটকে কার্যকর করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। তবেই যাকাতের সফল প্রয়োগ হতে পারে।

গত শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ও সম্মানিত আলোচকবৃন্দ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ট্রাস্টের পরিচালক এম.. সবুরের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। সম্মানিত আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইন, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনির আহমদ। ট্রাস্টের চেয়ারম্যান মো: ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আল কোরআনের বর্ণিত যাকাত শীর্ষক বিভিন্ন আয়াতের অর্থ সহ আলোচনা করেন নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক নঈম কাদের।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম, নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক, পরিচালক (অর্থ) মোহাম্মদ হারুন শেঠ, পরিচালক প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, পরিচালকমো. মাহতাব উদ্দিন, সদস্য সচিব ও আজীবন সদস্য সাহেদুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্র-যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার ভাষা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স মেরামতে অনুদান