চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দমন-নিপীড়ন, মামলা-হামলা, গ্রেপ্তার করে সরকারের শেষ রক্ষা হবে না। এক দলীয় এই সরকার জনগণের সরকার নয়। জনগণের কল্যাণে কোনো কাজ করছে না তারা। দেশব্যাপী ব্যাপক লোডশেডিংয়ে মানুষ আজ অতিষ্ঠ, দিশেহারা। এই সবকিছুর মূল কারণ হচ্ছে সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাট। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সরকার ও তার লোকজন বিদেশে পাচার করেছে। তাদের লুটপাটের কারণে নিত্যপণ্য সবকিছুর মূল্য আজ ঊর্ধ্বগতিতে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই সরকার যত তাড়াতাড়ি বিদায় হবে দেশের জন্য তত মঙ্গল হবে। যদি সরকার আবারো একদলীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অপচেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি গতকাল বুধবার বিকালে নিজ কার্যালয়ে গত ১২ অক্টোবরের বিএনপির বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে বাকলিয়ায় বাসায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা ইয়াকুব খান বাবু, ছাত্রদল নেতা আব্দুল কাদের, আফসান, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সাঈদ ও নাসির কারামুক্ত হয়ে সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন শাহাদাত।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সরকার প্রধান বলছে আগামী বছর ২০২৩ সালে নাকি দুর্ভিক্ষ হবে। জনগণ এই দুর্ভিক্ষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্ভিক্ষের কথা বলে জনগণকে আর ধোকা দিবেন না। দুর্ভিক্ষের আগে পদত্যাগ করুন। জনগণের অধিকার ফিরিয়ে দিন। তা না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগির, বিএনপি নেতা মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাইনুদ্দিন পারভেজ, আবু বক্কর, মোহাম্মদ রাশেদ, দুলাল, শামীম, ইয়াকুব খান, মো. ফারুক, আলাউদ্দিন আলো, বারেক, জনি ও সোহাগ। প্রেস বিজ্ঞপ্তি।