দক্ষিণ জেলা কৃষকলীগের উদ্যোগে বিএনপি-জামাত সরকারের নির্যাতনের শিকার ১৮ জন শহীদ কৃষকদের স্মরণে কৃষক সমাবেশ গতকাল মঙ্গলবার আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মু. আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর, সংগঠনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, সহ সভাপতি সৈয়দ নুরুল আবসার, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী। বক্তব্য রাখেন দিদারুল ইসলাম চৌধুরী টিপু, নুরুল হুদা বুলু, সত্যেন্দ্র বড়ুয়া, খুরশীদ উল আলম খোকন, আব্দুল মোনাফ, ইব্রাহিম চৌধুরী, আসিফ ইকবাল, নওয়াব আলী, হরিপদ চৌধুরী, শফিকুল ইসলাম, হুমায়ুন কবীর মাস্টার, আবুল কালাম আজাদ ডালু, মো. নুর হোসাইন, আহসানুল হক চৌধুরী, আলী আশরাফ, মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম ভান্ডারী প্রমুখ। প্রধান অতিথি বলেন,কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক বেশি যুগোপযোগী কাজ বাস্তবায়ন করে চলেছে। তিনি বলেন তৎকালীন বিএনপি জামাত জোট সরকার দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশকে একটি অরাজক পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল। কৃষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। তদুপরি কৃষকদেরকে নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। বক্তারা বলেন, অতীতের স্বৈরশাসকদের কৃষি বিরোধী নীতির কারণে সমগ্র দেশ দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত হয়ে পড়েছিল। বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতিতে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।