সমগ্র বাংলাদেশে যখন উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, ঠিক, তখনই চট্টগ্রাম জেলা পাহাড়তলী থানার অন্তর্গত ১১ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত কলেজ রোডে গগনের ছড়ার উপর এখনো কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধু দেখা যায় প্রতিশ্রুতি। কেন এই প্রতিশ্রুতি? কখন এই ছড়াটি সংস্কার হবে? সাগরিকা রোড বিটাকের দক্ষিণ পার্শ্বে কলেজ রোডে বশর কলোনী থেকে শুরু করে, দীন বন্ধু চক্রবর্তীর পুকুরের পাশ ঘেঁষে, ভুঁইয়া কলোনী হয়ে, সোজা ধোপা পাড়ার হয়ে, ২২ (বাইশ) প্লট গিয়ে, উপর হয়ে প্রশান্ত আবাসিক গিয়ে সেবা খোলার সাথে সংযুক্ত হয়ে বাসন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে, জেলে পাড়ার খালের সাথে মিশে গেছে। বর্তমানে জেলে পাড়ার খালটিতে উন্নয়নের ছোঁয়া পড়েছে তা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে, গ্রামের মন্ত্রী ডা: আফছারুল আমীন সাড়া দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খালের কাজ চলছে। আমরা এলাকাবাসী খুবই খুশি। কিন্তু গগনের ছড়ার উপর যদি উন্নয়নের ছোঁয়া লাগত তাহলে আমরা এলাকাবাসী জলাবদ্ধতা থেকে রেহাই পেতাম। সামনে বর্ষাকাল আসতেছে। পরিশষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাব, গগনের ছড়ার উপর একটুখানি সুদৃষ্টি দেওয়ার জন্য।
-রাজীব হোড় (রাজু),
যুধিষ্ঠির মহাজন বাড়ি, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম-৪২১৯।