দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, চলছে ভোট

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বর্ণবাদ বিদায় নেওয়ার পর দক্ষিণ আফ্রিকায় এই প্রথম তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটের আগের জনমত জরিপগুলোতে দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস পাওয়া গেছে। ৩০ বছর ধরে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় রয়েছে অবিসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার দল এএনসি। খবর বিডিনিউজের। ১৯৯৪ সালে ম্যান্ডেলার নেতৃত্বে বিভিন্ন বর্ণের মানুষ নিয়ে গঠিত দল এএনসি দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে। তারপর থেকে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হওয়া দেশটির জাতীয় নির্বাচনের প্রত্যেকটিতে দলটি জয়লাভ করেছে।

যদিও প্রতি মেয়াদেই দলটির ভোট আগেরবারের তুলনায় কমেছে।

এবার যদি দলটি ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয় তবে সরকার গঠনের জন্য তাদের এক বা একাধিক ছোট ছোট দলের সঙ্গে জোট গঠন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি হবে গুরুতর