চুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘ইলেকট্রিক্যাল সার্জ ’ শিরোনামে দুইদিনব্যাপী উৎসব গতকাল বৃহস্পতিবার শুরু হয়। গতকাল এ উপলক্ষে এক আনন্দ র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবন থেকে পুরকৌশল ভবন, প্রশাসনিক ভবন ও গোল চত্বর হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা ভাস্কর্য চত্বরে বেলুন উড়িয়ে ভাইস চ্যান্সেলর উৎসবের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, মালেয়শিয়ার ইউকেএম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন, অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিপু কুমার দাশ। শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ সাদি, উমামা জান্নাত ও রাদিকা জাহানের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী মুইন মুসতাহসিন প্রীতম ও রিফা নাওয়াল খান। এবারের ইইই ডে এর সহ–আহ্বায়ক ছিলেন সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। প্রধান অতিথি বলেন,আমরা এখন ৪র্থ শিল্পবিপ্লবের পথে হাঁটছি। বিশ্ব এখন ডিজিটাল টেকনোলজি ও স্মার্ট টেকনোলজির দিকে ঝুঁকছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদেরকেও এসব প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে। চুয়েটের শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছো। দক্ষতা থাকলে পুরো পৃথিবী তোমার হাতের মুঠোয়। চুয়েটের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এখন তোমাদের। প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমরা হতে হবে একেকজন দক্ষ সেনাপতি। তবেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।’
পরে ‘টেসেরাস ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া উৎসবের প্রথম দিনে ‘এক্সপ্লোরিং দ্যা হরিজোনস অব দ্যা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডভান্সড টেলিকমিউনিকেশনস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন এবং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন মিট–আপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার দ্বিতীয়দিনে থাকছে কুইজ প্রতিযোগিতা, সার্কিট অলিম্পিয়াড, হেকাথন, রোবো সকার সেশন এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রেস বিজ্ঞপ্তি।