তোমার পাশে একটু বসি

মোহাম্মদ আবদুস সালাম | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:৩৫ পূর্বাহ্ণ

তোমার পাশে একটু বসি
হাতটা রেখে হাতে।
মাস্কটা আছে মুখের উপর
বিপদতো নেই তাতে।

হাতটি ধরে বলবো তোমায়
একটু খানি থাকো।
দূরে তুমি যাবে না আর
তোমার পাশে রাখো।

আগে দেখতাম নয়ন মেলে
দেখত অন্য জনে।
এখন তোমায় ডাবল দেখি
চোখে এবং মনে।

ঢেউ খেলে যায় মনের ভেতর
কত ছবি আঁকি।
শিশু কালের রঙিন চশমায়
তোমায় তখন দেখি।

সময় হলে ডাক দেব তো
যদি থাকি ভিড়ে।
আর কটা দিন সবুর করো
থাকবো সুখের নীড়ে।

পূর্ববর্তী নিবন্ধমড়িঘরে পড়ে থাকা নিপীড়িত লাশ
পরবর্তী নিবন্ধমনে পড়ে হেমন্তের দিনগুলি