যেদিন চোখে চোখ রেখেছ
মন রেখেছো মনে
সেদিন থেকেই পূর্ণিমা-চাঁদ স্নিগ্ধতর আরও!
তুমি তো আর গড় হিসেবে পড়ার মানুষ নও!
তাই, অথৈ জলের চাঁদের মতো আলোড়িত হই;
স্বপ্নে দেখা চাঁদের মতো তোমায় যেন না ছুঁয়েও ছুঁই –!
মনের টানে মন ছুটে যায় কোন মোহনায়
সৃষ্টি কাজের আনন্দও খেলা করে মনে।
তাতেই আবার বাড়ে ভালোবাসা,
ভক্তি বাড়ে; পা বাড়ানোর শক্তি সমুখ পানে।
তোমার জন্য মুঠো ভরা ভালোবাসা,
হৃদয় ভরা প্রেম দ্বিধাহীন
অষ্টপ্রহর জেগে থাকো মনের ঘরে,
মনের উঠান হয়ে ওঠে তাই রঙিন।