তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল সোমবারও দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে দুপুরে অনুষ্ঠিত প্রথম খেলায় পাঁচলাইশ যুব গোষ্ঠী জয়লাভ করে। তারা ২-০ গোলে চিটাগং রয়েলকে পরাজিত করেছে। বিজয়ী দলের সজিব ও আবদুল হক ১টি করে গোল করেন। বিকেলে দিনের দ্বিতীয় খেলায় নবীন মেলা ও শতাব্দী গোষ্ঠী ১-১ গোলে ড্র করে। নবীন মেলার আজমুর রহমান ও শতাব্দীর জালালউদ্দিন গোল করেন।