মুচড়ে ওঠা দুমড়ে যাওয়া মনটাকে
মেরামত করতে গিয়ে কতোটা কাঠখড়
পোড়াতে হয়েছে আমাকে- তার তুমিও
কতটুকু জেনেছো বলো?
নিষেধের চৌকাঠ পার হতে গিয়ে
কতবার হোঁচট খেয়ে থমকে গিয়েছি
আমি, তবুওতো থেমে থাকিনি।
বলো তা কি জেনেছো তুমি?
জানতে পারোনি- রোজ রাতে অন্ধকার
সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে আকুলভাবে
অনিশ্চিত ভবিষ্যতের সমাধান করেছি
আমি, যদিও সমাধান পাইনি।
যেভাবে চেয়েছি, সেভাবে পাইনি বলে
আকাঙ্ক্ষার সাগরে ভাটা পড়েছে।
আমি মন খারাপ করে শূন্য প্রাপ্তিতে
নিজেকে মানিয়ে নিয়েছি, তুমি তা জানোনি।
তুমি জানোনি- কোন এক মন অবিরত
রক্ত ঝরিয়েছে শুধু তোমাকে আপন করে পেতে।
কতটা ভালোবেসেছি তার হালখাতা
তোমায় দেখাইনি কোনদিন অবুঝ অভিমানে।