তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষদের সাহায্যে এগিয়ে আসুন

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস থেকে সারাদেশে জারী করা হয়েছে হিট এ্যালার্ট। আবহাওয়া অফিস বলছে গত ৭৬ বছর পর এই প্রথম তীব্র তাপদাহ দেশে প্রবাহমান। হিট স্ট্রোক থেকে বাঁচতে মানুষকে প্রখর রোদকে এড়িয়ে চলতে আহবান করছে কিন্তু পেটের তাগিদে শ্রমজীবী মানুষদের এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে কাজ করতে হচ্ছে। তাই আসুন এই তীব্র তাপদাহে তাঁদের প্রতি সহানুভূতির হাত প্রসারিত করে ১. রিকশাচালকসহ পরিবহন শ্রমিকদের সামান্য পারিশ্রমিক বাড়িয়ে দিই ২. প্রত্যেক এলাকায় শ্রমজীবী মানুষদের পানি, খাবার স্যালাইন বন্টন করি ৩. অসুস্থ হয়ে পড়া শ্রমজীবী মানুষদের সাধ্যমত সহযোগিতা করা ৪. হিট স্ট্রোকে আক্রান্ত শ্রমজীবী মানুষদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। ৫. রাস্তার পাশে দোকান কিংবা বাসা বাড়ির সাথে তৃষ্ণার্ত পথচারী এবং শ্রমজীবী মানুষদের জন্য পাত্রভর্তি পানির ব্যবস্থা করে রাখা।

দেশের প্রত্যেক এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের প্রতি আহবান জানাচ্ছি আসুন দেশের তীব্র তাপদাহের এই প্রাকৃতিক দুর্যোগে যুব সমাজকে সাথে নিয়ে আমরা সবাই শ্রমজীবী মানুষদের সাহায্যে এগিয়ে আসি ।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমেন্দ্র মিত্র : কবি ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধঅনুভবে তুমি আমার