তীব্র ঢেউয়ে নেভাল রোডে ভাঙন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

ভয়াল ঢেউয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নেভাল রোড। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রোডটি ইতোমধ্যে ভাঙতে শুরু করেছে। গত কয়েকদিনের তীব্র ঢেউয়ের আঘাতে সড়কটির পাশের দেয়ালসহ নানা অংশ ভেঙে গেছে। সরজমিনে পরিদর্শনকালে জানা গেছে, গত কয়েকদিন ধরে সাগর অত্যন্ত উত্তাল। পতেঙ্গা বিচের পাশাপাশি কর্ণফুলীর মোহনার কাছেও তীব্র ঢেউ আছড়ে পড়ছে। বিমানবন্দরের পাশে নেভাল রোডে আঘাত হানছে বড় বড় ঢেউ। বিমানবন্দর মোড়ের সামনে থেকে নেভাল একাডেমির সন্নিকট পর্যন্ত রাস্তাটির নদীর পাশের দেয়াল ভাঙতে শুরু করেছে। ঢেউয়ের আঘাতে ভেঙে গেছে রাস্তার কিছু অংশও। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে ঢেউয়ের আঘাতে পুরো রাস্তাটি ঝুঁকিতে পড়বে বলেও স্থানীয়রা আশংকা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসেই ৬ ব্যাংকের ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধউঠানে মুরগীকে খাবার দিচ্ছিলেন, হঠাৎ দায়ের কোপ পড়ল ঘাড়ে