তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরীর খাতুনগঞ্জ ও চকবাজারের চন্দপুরার এলাকার তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন। জানতে চাইলে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান দৈনিক আজাদীকে বলেন, অভিযানে খাতুনগঞ্জ এলাকার মেসার্স হরি মোহন বিশ্বাসকে বাড়তি মূল্যে তেল বিক্রয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চকবাজারের চন্দনপুরা এলাকার লুক অ্যান্ড সী নামের একটি মুদির দোকানকে ৫ লিটার তেলের বোতল এমআরপির চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ১৫ হাজার টাকা এবং একই এলাকার প্রেসক্রিপশন পয়েন্ট নামের একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকামরুল হাসানের আবার একদিনের রিমান্ড
পরবর্তী নিবন্ধকলকাতায় জয়ার ব্যস্ত সময়